ফেসবুক সম্পর্কে জানা অজানা সব তথ্য
আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, তাদের অনেকেই এই সোশ্যাল সাইটের অনেক তথ্য জানেন। কিন্তু এরপরেও আপনার জানার বাইরে ফেসবুক সম্পর্কে অজানা তথ্য রয়েছে আরো অনেক। আপনার জানা এবং কিছু অজানা ফেসবুক তথ্য নিয়ে আজকের এই পোস্টটি। আপনার জানাটা নিঃসন্দেহ আরো পাকাপোক্ত করবে।
ফেসবুক:
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক (সংক্ষেপে ফেবু)। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র-ছাত্রীদের মধ্যকার উত্তম জানাশোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে।ইতিহাস:
মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডুয়ার্ডো স্যাভেরিন, ডাস্টিন মস্কোভিত্স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেসম্যাস নির্মাণ করেন। ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। আরো পরে এটা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাইস্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়। সারা বিশ্বে বর্তমানে এই ওয়েবসাইটি ব্যবহার করছেন ২৫০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী।ফেসবুকের প্রবেশ পাতা থেকে মার্ক জাকারবার্গের ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট
- ২০০৪: ফেসম্যাস হতে অনুপ্রাণিত হয়ে ২০০৪ এর জানুয়ারিতে মার্ক তার নতুন সাইট দ্যফেসবুক.কম উদ্বোধন করেন
- ২০০৫: আগস্টে 'দ্যফেসবুক.কম' নাম পাল্টে কোম্পানির নাম রাখা হয় শুধু 'ফেসবুক'।
- ২০০৬: কৌশলগত কারণে আগস্টে ফেসবুকের সঙ্গে মাইক্রোসফট সম্পর্ক স্থাপন করে। তখন থেকেই সর্বসাধারণের জন্য ফেসবুক উন্মুক্ত করে দেয়া হয়। এর আগে শুধু বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাই এটি ব্যবহার করতে পারত।
- ২০০৭: ফেব্রুয়ারিতে প্রথম ভার্চুয়াল গিফট শপ চালু করেন ফেসবুক।
- ২০০৮: কানাডা ও ব্রিটেনের পর ফেব্রুয়ারিতে ফ্রান্স ও স্পেনে ফেসবুকের ব্যবহার শুরু হয়। এপ্রিলে ফেসবুক চ্যাট চালু হয়।
সংক্ষিপ্তাকারে ফেসবুক:
ব্যবসার প্রকার: | পাবলিক |
সাইটের প্রকার: | সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা |
উপলব্ধ: | বহুভাষিক (১৪০) |
হিসাবে প্রচারিত: | ন্যাসড্যাক: FB, NASDAQ-100 Component, S&P 100 Component, S&P 500 Component |
প্রতিষ্ঠা: | ৪ ফেব্রুয়ারি ২০০৪; ১৬ বছর আগে |
সদরদপ্তর: | মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
স্থানাঙ্ক: | ৩৭.৪৮৪৮° উত্তর ১২২.১৪৮৪° পশ্চিম |
পরিবেষ্টিত এলাকা: | মার্কিন যুক্তরাষ্ট্র (২০০৪–বর্তমান), বিশ্বব্যাপী (২০০৫–বর্তমান) |
প্রতিষ্ঠাতা(গণ): | মার্ক জাকারবার্গ এডুয়ার্ডো স্যাভেরিন এন্ড্রু ম্যাককলাম ডাস্টিন মস্কোভিটজ ক্রিস হিউজেস |
প্রধান ব্যক্তি: | মার্ক জাকারবার্গ (চেয়ারম্যান এবং সিএও). শেরিল স্যান্ডবার্গ (সিইও) |
শিল্প: | ইন্টারনেট |
আয়: | বৃদ্ধি US$ ৭০.৬৯৭ বিলিয়ন (২০১৯) |
অপারেটিং আয়: | হ্রাস US$ ১৮.৪৮৫ বিলিয়ন (২০১৯) |
সর্বমোট সম্পত্তি: | বৃদ্ধি US$ ১৩৩.৩৭৬ বিলিয়ন (২০১৯) |
সামগ্রিক সমতা: | বৃদ্ধি US$ ১০১.০৫৪ বিলিয়ন (২০১৯) |
কর্মচারী: | ৪৪,৯৪২ (৩১ ডিসেম্বর ২০১৯) |
অধীনস্থ কোম্পানি: | ইন্সটাগ্রাম ফেসবুক মেসেঞ্জার ওকুলাস ভিআর হোয়াটসঅ্যাপ |
নিবন্ধন: | আবশ্যক |
ওয়েবসাইট: | www.facebook.com www.fb.com |
ব্যবহারকারী: | বৃদ্ধি ২.৫০ বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী (ডিসেম্বর ২০১৯ অনুযায়ী) |
প্রোগ্রামিং ভাষা: | সি++, পিএইচপি (এইচএইচভিএম হিসেবে) এবং ডি প্রোগ্রামিং ভাষা |
গুগল সম্পর্কে জানা-অজানা তথ্য
ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা:
- ফেসম্যাস সাইটি খোলার ৪ ঘণ্টার মধ্যেই ৪৫০ জন ভিজিটর ২২০০০ ছবিতে অনলাইনের মাধ্যমে ভোট দেন।
- ২০০৪: ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখ।
- ২০০৫: ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ১০ লাখ।
- ২০০৬: ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ১ কোটি ২০ লাখ।
- ২০০৮: ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি।
- ২০০৯: ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ৩৫ কোটিতে।
- ২০১০: ফেব্রুয়ারীতে যে সংখ্যা ছিল ৪০ কোটি, ডিসেম্বরে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫৫ কোটিতে।
- ২০১৭: ব্যবহারকারী ১৮৬ কোটি। রয়টার্স
- ২০১৯: ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪৫ থেকে বেড়ে ২৫০ কোটি ছাড়িয়েছে।(খবর আইএনএসের)
⧪⧪⧪ফেসবুক সম্পর্কে চমকপ্রদ সব তথ্য!⧪⧪⧪
অভিনেতা আল পাচিনো ছিলেন ফেসবুকের প্রথম মুখ:
২০০৪ সালে ফেসবুকের প্রথম যে লোগোটি বানানো হয়, সেখানে facebook-লেখাটির নিচে এক ব্যক্তির মুখের ছবি কোডিং করে ব্যবহার করা হয়েছিল। ওই ব্যক্তিটি ছিলেন বিখ্যাত অভিনেতা আল পাচিনো।
পেপালের মালিক ছিলেন ফেসবুকের প্রথম ইনভেস্টর:
বিশ্বের সবচেয়ে বড় ভার্চুয়াল পেপাল এর মালিক পিটার থিয়েল ছিলেন ফেসবুকের প্রথম বড় মাপের ইনভেস্টর। ২০০৪ সালে হাতেগোনা মানুষ ফেসবুক চালাতো। খুব সম্ভবত এই ছোট্ট ওয়েবসাইটটি দেখেই তিনি বুঝতে পেরেছিলেন এটি একসময় বিশ্বের সেরা ওয়েবসাইট হতে যাচ্ছে। তাই তিনি তৎক্ষনাত ফেসবুকের পেছনে ৫ লাখ ডলার ইনভেস্ট করেন।
ফেসবুক ডটকম আগে দ্য ফেসবুক ডটকম ছিল:
শুরু থেকে ফেসবুকের মূল ডোমেইনটি ছিল দ্য ফেসবুক ডটকম। ২০০৫ সালে সিন পার্কার নামে এক ব্যক্তি facebook.com নামে একটি ডোমেইন কিনে আলাদাভাবে আর একটি ওয়েবসাইট চালু করে। তখন মার্ক জুকারবার্গ বুঝতে পেরে দুই লাখ ডলার দিয়ে সিন পার্কারের থেকে facebook.com ডোমেইনটি কিনা নায় এবং নিজেদের ওয়েবসাইটেে ব্যবহার করেন।
কালার ব্লাইন্ড জুকারবার্ক:
মার্ক জুকারবার্গ লাল ও সবুজ রং দেখতে পান না, কেননা তিনি ছিলেন কালার ব্লাইন্ড। তাই তিনি তার ফেইসবুক থিম ডিজাইন করার সময় লাল ও সবুজ বাদ দিয়ে প্রাইমারি কালার হিসেবে নীল রঙ ব্যবহার করেন। পরবর্তীতে ফেসবুক নোটিফিকেশন প্যানেল এ লাল রং যোগ করা হয়।
ব্যবহারকারীদের ৩০০ পেটাবাইট ডাটা ফেসবুক জমা রাখে:
১ পেটাবিতে মানে কত জানেন? ১ মিলিয়ন গিগাবাইট = ১ পেটাবাইট। ফেসবুক একজন ব্যবহারকারীর প্রায় ৩০০ পেটাবাইট ফাইল তাদের সার্ভারে জমা রাখার ক্ষমতা রাখে। ভাবা যায়? কত বিরাট ধারণ ক্ষমতা নিয়ে ফেসবুকে কার্যক্রম চালাছে!! ফেসবুকের চাইলে পুরো বিশ্বের জন্ম থেকে ধ্বংস পর্যন্ত সব তথ্য তাদের সার্ভারে জমা রাখার ক্ষমতা রাখে।
ফেসবুক সম্পর্কিত আরও কিছু অবাক করা তথ্য
- প্রতি সেকেন্ডে নতুন ৮জন মানুষ ফেসবুকে এসে যুক্ত হয়।
- ৬৮% মানুষ ফেসবুক অ্যাপস ব্যবহার করেন বাকিরা ব্রাউজার এর মাধ্যমে ফেসবুক ইউজ করেন।
- আমেরিকা ও কানাডার প্রতিটা ফেসবুক ব্যবহারকারীর মাধ্যমে ফেসবুক কোম্পানি প্রতিদিন সাড়ে পাঁচ ডলার আয় করে তবে ভারত ও বাংলাদেশের প্রতিটা ব্যবহারকারীর মাধ্যমে ফেসবুকে প্রতিদিন ১ ডলার করে আয় করে।
- সারাবিশ্বে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট হয় বাংলাদেশ সময় রাত দশটা বাজে এবং শুধুমাত্র এই সময়ে পোস্ট করা স্ট্যাটাস, ফটো বা ভিডিও গুলো তেই সবচেয়ে বেশি লাইক পরে।
- পৃথিবীতে প্রতি ১৩ জন লোকের ভিতর ১ জনের ফেসবুক আইডি আছে।
- ফেসবুক ৭৯ টি আলাদা ভাষায় দেখা যায়।
- শতকরা ৮৩% সেক্স কর্মীদের ফেসবুকে নিজস্ব পেজ আছে।
- দৈনিক অন্তত ৬ লক্ষ বার ফেসবুকে হ্যাক করার চেষ্টা করা হয়।
- ফেসবুক আপনার প্রতিটা লাইক, কমেন্ট ও লোকেশন ট্রাক করছে।
- আপনি মার্ক জুকারবার্গকে ব্লক করতে পারবেন না।
- প্রতিদিন সাড়ে চুয়াত্তর কোটি লোক ফেসবুক ব্যবহার করে।
- ফেসবুক উচ্চমাত্রার আসক্তি সৃষ্টিকারী সামাজিক সাইট।
আরো পড়ুনঃ
Post a Comment