আধুনিক জীবনে আমরা যেকোনো কারণে সবাই গুগল ব্যবহার করি। কিন্তু আমরা গুগল সম্পর্কে কতটা জানি? তাই চলুন আজকে গুগল সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।

গুগল

গুগোল হলো:
গুগোল এলএলসি (Google LLC) বা গুগোল লিমিটেড লায়াবিলিটি কোম্পানি ইন্টারনেটভিত্তিক সেবা ও পণ্যে বিশেষায়িত একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।

প্রাক্তন নাম: গুগল ইনকর্পোরেটেড ( ১৯৯৮-২০১৭)

ধরন: অধীনস্থ

শিল্প: ইন্টারনেট, সফটওয়্যার, হার্ডওয়ার, ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিজ্ঞাপন।

প্রতিষ্ঠাকাল: ৪ সেপ্টেম্বর ১৯৯৮ (২১ বছর আগে) মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

প্রতিষ্ঠাতাসমূহ: ল্যারি পেজ ও সের্গেই ব্রিন

ল্যারি পেজ ও সের্গেই ব্রিন

সদরদপ্তর: ১৬০০ এম্পিথিয়েটার পার্কওয়ে, মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

google
গুগলের সদরদপ্তর

প্রধান ব্যক্তি: সুন্দর পিচাই (প্রধান নির্বাহী কর্মকর্তা)
                   রুঠ পোরাট (প্রধান অর্থনৈতিক কর্মকর্তা)

কর্মীসংখ্যা: ১,১৪,০৯৬ (২০১৯)   
                                                   

আয়: ৬৬,০০১,০০০,০০০ মার্কিন ডলার (২০১৪)

অপারেটিং আয়: ১৬,৪৯৬,০০০,০০০ মার্কিন ডলার (২০১৪)

নিট আয়: ১৪,৪৪৪,০০০,০০০ মার্কিন ডলার (২০১৪)

মোট সম্পদ: ১৩১,১৩৩,০০০,০০০ মার্কিন ডলার (২০১৪)

মূল প্রতিষ্ঠান: আলফাবেট ইনকর্পোরেটেড (২০১৫ - বর্তমান)

গুগলের লোগো:


ওয়েবসাইট: google.com


গুগলের পণ্যগুলোর তালিকা:
  1. গুগল সার্চ ইঞ্জিন (গুগল ক্রম)
  2. ইউটিউব 
  3. গুগল ডক, শিট ও স্লাইড  
  4. ইমেইল (জিমেইল ও ইনবক্স)
  5. গুগোল ক্যালেন্ডার 
  6. গুগোল ড্রাইভ (ক্লাউড স্টোরেজ)  
  7. গুগোল + 
  8. গুগোল এলো 
  9. ডুও
  10. হ্যাংআউট 
  11. গুগল ট্রান্সলেট 
  12. গুগল ম্যাপ/ ওয়েজ / আর্থ / স্ট্রিট ভিউ 
  13. গুগোল কিপ 
  14. গুগোল ফটোজ
  15. অ্যান্ড্রয়েড নেক্সাস ডিভাইস ( Android Nexus ডিভাইস)
  16. গুগল প্লে
  17. ব্লগার 
  18. বিজ্ঞাপন 
  19. গুগোল ফটো 
  20. গুগোল নিউজ 
  21. গুগোল বই সার্চ 
  22. গুগোল পেমেন্ট 
  23. গুগল এনালাইটিক 
  24. গুগোল নেস্ট 
  25. গুগল গ্রুপ 
  26. গুগোল দস্তাবেজ 
  27. ডেস্কটপ অ্যাপ্লিকেশন 
  28. মোবাইল অ্যাপ্লিকেশন
  29. গুগল অ্যাসিস্ট্যান্ট 
  30. গুগোল প্যাশেন্ট
  31. গুগল এলার্ট
                               ইত্যাদি

গুগলের ইতিহাস:

১৯৯৬ সালে গবেষণা প্রকল্প হিসাবে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন এর কাজ শুরু করেন।

তারা চেয়েছিল, সব ওয়েবসাইট গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে, ফলাফল দেখাবে এরকম একটি সার্চ ইঞ্জিন তৈরি করার। তারা এর নাম দেন পেজর‍্যাঙ্ক। এর অর্থ, যে পেজটিকে সবচেয়ে বেশিবার অনুসন্ধান করা হয়েছে, সেই পেজটি আগে দেখাবে।

পেজ এবং ব্রিন শুরুতে নতুন অনুসন্ধান ইঞ্জিনের নাম রাখে "ব্যাকরাব", কারণ এই ব্যবস্থায় সাইটের ব্যাকলিংক গুলো যাচাই করা হতো ঐ সাইট কত গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করার জন্য। পরবর্তীতে তারা নাম পরিবর্তন করে গুগল রাখে, যা আসলে ভুল বানানে লেখা "googol" থেকে এসেছে। এটি দিয়ে বোঝানো হত একটি সংখ্যার পিছনে একশত শূন্য।

এবার আসুন গুগল সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেই, যা হয়তো আপনার আগে জানা ছিল না।

  •  গুগলের আদি নাম হচ্ছে "ব্যাকরাব (Backrub)" 
  • গুগলের নামের ইংরেজি শব্দ 'google' বানান ভুল ছিল! গুগলের প্রতিষ্ঠাতা এর নাম googol (অর্থাৎ সব থেকে বড় দশমিক সংখ্যা) রাখতে চেয়েছিলেন। কিন্তু ছোট একটি বানান ভুলের কারণে তা গুগলে পরিণত হয়।
  • প্রথমদিকে প্রতি সেকেন্ডে  ৩০-৫০ টি পেজ প্রসেস করতে পারত গুগল।
  • গুগলের হেডকোয়ার্টার 'গুগলপ্লেক্স' নামে পরিচিত। এটি অবস্থিত ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে। গুগলের হেডকোয়ার্টার বিশাল এবং এর ভেতরে অনেক সবুজ জায়গা আছে। এখানে ঘাস কাটার জন্য লন-মোয়ার মেশিন ব্যবহার করা হয় না। এজন্য গুগল বাইরে থেকে ছাগল ভাড়া করে নিয়ে আসে।
গুগলের হেডকোয়ার্টার
গুগলপ্লেক্স
  • ২০০৬ সালে গুগল পরিবারের সদস্য হয় ইউটিউব। সে সময় দেড়শ কোটি ডলারেরও বেশি দামে ইউটিউবকে কিনে নেয় গুগল। এখন ইউটিউবের এর মাসিক ব্যবহারকারী প্রায় ২০০ কোটি। প্রতি মিনিটে ইউটিউবে আপলোড হয় ৪০০ ঘন্টার ভিডিও।
ইউটিউব
  •  বর্তমানে সেকেন্ডে কয়েক মিলিয়ন পেজ প্রসেস করতে পারে এই সার্চ ইঞ্জিন।
  • প্রতিষ্ঠার শুরুতে মাত্র ৪০ গিগাবাইট স্টোরেজ ব্যবহার করত গুগোল। আর এখন এর ইনডেক্সে ১০০ মিলিয়ন গিগাবাইটের বেশি ডেটা রয়েছ। 
  • এক পর্যায়ে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগলকে ১ মিলিয়ন ডলারে এটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ' এক্সাইট' নামক প্রতিষ্ঠানের কাছে। কিন্তু এক্সাইটের তৎকালীন  সিইও এই প্রস্তাব না করে দেয়। তখন ইয়াহু ও এটি কিনতে অস্বীকৃতি জানায়। ২০০২ সালে যখন ৩ বিলিয়ন ডলারে ইয়াহু গুগলকে কিনতে চায়, তখন গুগল রাজী হয়নি। বর্তমানে গুগলের মূল্য ৪০০ বিলিয়ন ডলারের বেশি।
  •  গুগলের হোমপেজে প্রথম থেকেই পরিষ্কার-পরিচ্ছন্ন; এতে খুব বেশি সেকশন/কনটেন্ট দেয়া হয়নি। প্রথম দিকে সাইটটির প্রতিষ্ঠাতারা মূলত এইচটিএমএল কোডিংয়ে অতটা দক্ষ না থাকায় তারা একে সাধারণভাবে রেখে দেন। পরবর্তীতে গুগল প্রসার লাভ করার পরেও এই পরিচ্ছন্ন চেহেরাই রেখে দেয়া হয়।
google
গুগলের হোমপেজে
  • গুগোল এতটাই জনপ্রিয় যে, আমেরিকার প্রায় ৫৭ ভাগ শিশুর জীবনের প্রথম উচ্চারিত শব্দ গুগোল!
  •  গুগল নিজের হেড অফিসের বাগানের আগাছা পরিষ্কারের জন্য ছাগল ভাড়া করে থাকে। আপনি যদি কখনো সেখানে যান, দেখতে পাবেন প্রায় ২০০ ছাগল সেখানে ঘুরে বেড়াচ্ছে আর ঘাস খেয়ে লনের ঘাস ঠিকঠাক রাখছে।
google
গুগলের ছাগল ভাড়া
  •  সম্প্রতি ট্যাকনিক্যাল সমস্যার কারণে ৫ মিনিটের জন্য গুগলের কিছু প্রধান সার্ভিস বন্ধ হয়ে গিয়েছিল। এর ফল হিসেবে বিশ্বব্যাপী প্রায় ৪০ ভাগ ইন্টারনেট ট্রাফিক বেড়ে গিয়েছিল।
  • গুগলের প্রায় সকল সার্ভিসই বিনামূল্যে দেয়া হয় এবং গুগলের প্রায় ৯৯ ভাগই আসে এডভার্টাইজমেন্ট থেকে।
  • এলেক্স নামক একটি পত্রিকার পরিসংখ্যান অনুযায়ী গুগোল পৃথিবীর সবথেকে বেশি ভিজিটেড ওয়েবসাইট।
  • গুগলে প্রতিদিন প্রায় ১০০ কোটি বার সার্চ করা হয়। যা প্রায় ১০ মিলিয়ন বা এক কোটি ইউজার এর মাধ্যমে হয়ে থাকে।
  •  ৪০ টি দেশে গুগলের ৭০ টি অফিস রয়েছে।
Google's New York City office


google
Google's Dublin Ireland office
  •  ২০০৬ সালের জুন মাসে অক্সফোর্ড ডিকশনারিতে গুগলকে একটি নতুন শব্দ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অক্সফোর্ড গুগলকে একটি ক্রিয়াপদ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
  • গুগলের হোমপেজ প্রায় ৮৮টি ভাষায় পাওয়া যায়।
  • খাবার খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার গুগলের কর্মীদের জন্য, তাই গুগল কর্মীদের জন্য নানা ধরনের মাংস আর ভালমানের কফির ব্যবস্থা রয়েছে গুগল অফিসেই।
  • গুগল সর্বপ্রথম ১৯৯৮ সালের ৩০ শে আগস্ট গুগল ডুডল চালু করে। যা বিশেষ দিনে বা বিশেষ ব্যক্তিত্বের উপলক্ষে বিশেষভাবে করা শিল্প গুগলের চেহারায় ভেসে ওঠে।
google
গুগল ডুডল 
  • গুগলে এ যারা কাজ করেন, এমনকি যারা নতুন কাজ করতে এসেছেন তারা সবাই নিজের কুকুর সঙ্গে করে নিয়ে আসতে পারে। তবে এটা প্রমাণ করতে হবে যে তারা অফিস নোংরা করবে না।
google
গুগলের সবচেয়ে ভালো বন্ধু
  • জিমেইল, গুগল ম্যাপস, গুগল ড্রাইভ, গুগোল ক্রোম, এসবের বাইরে ২০১০ সাল থেকে গুগল প্রায় প্রতি সপ্তাহেই একটি করে কোম্পানির মালিক হচ্ছে। আপনি হয়তো জানেন না অ্যান্ড্রয়েড, ইউটিউব, অ্যাডসেন্স এসব প্রতিষ্ঠানের মালিক ও গুগল। এরকম আরো ৭০ টি কোম্পানি রয়েছে।
google
গুগল অ্যাডসেন্স
  • গুগলের মৌলিক আদর্শ গুলোর একটি "কখনো দুষ্টুতে" পরিণত হয়ো না"।
google
গুগলের মৌলিক আদর্শ 
  • গুগলের আসলে ৬টি জন্মদিন আছে। কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে শুধু ২৭ সেপ্টেম্বরকেই তারা জন্মদিন হিসেবে পালন করবে। গুগলের হাতে নানা রকম কুটকৌশল আছে। যেমন আপনি যদি এস্কিউ (askew) শব্দটি ইংরেজিতে সার্চ করেন তাহলে দেখবেন পুরো পেজটা একদিকে কাত হয়ে গেছে।
google
google trick 'askew'
  • গুগল এর সার্চ ইনটেক্স এর আকার ১০০ মিলিয়ন গিগাবাইটেরও বেশি অর্থাৎ এক টেরাবাইটের ১০০,০০০ হার্ডডিস্কের সমান।
google
গুগলের প্রথম সার্ভার


Post a Comment

Previous Post Next Post