করোনা ভাইরাস (Covid - 19) সম্পর্কে বিস্তারিত জানুন
কিভাবে ছড়ায়?
মূলত বাতাসে এয়ার্ড্রপ লেট এর মাধ্যমে।- হাঁচি ও কাঁশির হলে ফলে
- আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে
- ভাইরাস আছে এমন কোনো কিছু স্পর্শ করে হাত না ধুয়ে মুখে, নাকে বা চোখে হাত লাগালে
- পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মাধ্যমেও ছড়াতে পারে
করোনার লক্ষণঃ
- সর্দি
- কাশি
- গলা ব্যথা
- মাথাব্যথা
- জ্বর
- মারাত্মক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া
- শিশু বৃদ্ধ ও কোন রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নিউমোনিয়া ব্রঙ্কাইটিস
করোনা ভাইরাসের প্রতিরোধঃ
- মাঝে মাঝে সাবান-পানি, হ্যান্ডওয়াশ বা সেন্টার দিয়ে হাত ধোয়া
- হাত না ধুয়ে মুখ চোখ ও নাক স্পর্শ না করা
- জনবহুল স্থান এড়িয়ে চলতে হবে
- হাঁচি ও কাঁশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা
- ঠান্ডা বা ফুলু আক্রান্ত ব্যক্তির সাথে না মেশা
- মাংস ও ডিম খুব ভালোভাবে সিদ্ধ করে রান্না করা
- বন্য জীবজন্তু কিংবা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ না করা
- মুখে মাস্ক ব্যবহার করা যেতে পারে
- প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়া
হাত কখন কখন ধরতে হবেঃ
- জীবাণু লেগে থাকতে পারে এমন কিছুই স্পর্শ করার পর
- হাঁচি ও কাঁশি দেওয়ার পর
- রোগীর সংস্পর্শে বা সেবা করার পর
- খাবার খাওয়ার ও খাবার প্রস্তুত করার আগে ও পরে
- টয়লেট করার পর যখনই হাত ময়লা হয়
- পশুপাখি কিংবা পশুপাখির মল স্পর্শ করার পর
- বাইরে থেকে ঘরে আসার পর
মনে রাখবেন আপনি কারোনা ভাইরাসের কাছে না গেলে, করোনা ভাইরাস ও আপনার কাছে আসবেনা।
যা যা করবেন নাঃ
- চোখে হাত দিবেন না
- নাকে হাত দিবেন না
- মুখে হাত দিবেন না
- মানুষের ভিড়ে যাবেন না
- হাত মেলাবেন না
- ভ্রমণ করবেন না
- অতি জরুরী না হলে সকল ভ্রমণ পরিকল্পনা বাতিল করুন
- অন্যান্য মানুষের স্পর্শ সম্পূর্ণ এড়িয়ে চলুন
যা যা করবেনঃ
- 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন
- ভিটামিন সি যুক্ত ফল খাবার বেশি বেশি খাবেন যেমন: কমলা ,মালটা পেয়ারা ইত্যাদি
- পানি পর্যাপ্ত পানি পান করুন
- বাড়িতে থাকুন নিজে সংক্রমণ থেকে বাঁচুন প্রিয়জনদেরও বাঁচতে দিন
- নাক ঢাকুন হাসি দেওয়ার সময় নাক ঢাকুন
- এক টিস্যু দুই বার ব্যবহার করবেন না
- সাহায্য নিন জরুরী আইইডিসিআর হটলাইনে ফোন করুন
+8801944333222
+8801937000011
+8801937110011
আপনার জ্বর, গলাব্যথা, শরীর ম্যাজ ম্যাজ ভাব, শরীর ব্যথা, হাঁচি কাশি, সর্দি এসব উপসর্গ যদি থাকে তবে শ্বাসকষ্ট যদি না থাকে -
তাহলে বাড়িতেই থাকুন এবং নিম্নোক্ত নিয়ম সমূহ মেনে চলুনঃ
আপনার জ্বর, গলাব্যথা, শরীর ম্যাজ ম্যাজ ভাব, শরীর ব্যথা, হাঁচি কাশি, সর্দি এসব উপসর্গ যদি থাকে তবে শ্বাসকষ্ট যদি না থাকে -
তাহলে বাড়িতেই থাকুন এবং নিম্নোক্ত নিয়ম সমূহ মেনে চলুনঃ
- কুসুম গরম পানি পান করুন এবং গরম পানি দিয়ে গড়গড়া করুন
- বাড়ির অন্যদের থেকে আলাদা থাকুন
- দিনে অন্ততঃ/ কমপক্ষে দু বার শরীরের তাপমাত্রা মাপুন
- মাস্ক পড়ুন
- বাড়িতে অতিথিদের আসা বন্ধ করুন
- ঘনঘন সাবান পানি দিয়ে হাত ধোবেন
- জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খাবেন
- সর্দি কাশির জন্য এন্টিহিস্টামিন খেতে পারেন ( যেমনঃ ফেক্সোফেনাডিন ক্লোরফেনিরামিন ইত্যাদি)
- হাত দিয়ে নাক, চোখ ও মুখ স্পর্শ করবেন না
- প্রচুর পরিমাণ ভিটামিন সি জাতীয় খাবার খান যেমনঃ লেবু, কমলা, পেয়ারা ইত্যাদি
প্রয়োজনে 16263 বা 333 নম্বরে ফোন করে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নিন
- আপনার উপরোক্ত উপসর্গসমূহ থাকলে এবং বয়স 60 এর বেশি হলে বা অন্যান্য অসুস্থতা যেমন উচ্চরক্তচাপ, হাপানি, হৃদরোগ, ডায়াবেটিস, গর্ভাবস্থা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন
- শ্বাসকষ্ট হলে বা অন্যান্য জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
🔼🔼🔼ঘরে থাকুন, নিরাপদে থাকুন🔼🔼🔼
জ্বর ,ঠান্ডা, সর্দি ,কাশির রোগীরা নিজ বাসায় চিকিৎসা নিন
Tab. Longpara 665mg (ভরা পেটে)
2+2+2 = 7 দিন (জ্বর ও গলা ব্যথা থাকলে)
Tab. Fexomin (120/180)
0+0+1= 7 দিন (ঠাণ্ডা-সর্দি থাকলে)
Tab. Montex 10mg
0+0+1 = 7 দিন (শ্বাসকষ্ট ও কাঁশি থাকলে)
Syp. Lytex
2 চামস করে ৩ বেলা =৭ দিন (শুকনা কাঁশি হলে)
Cap. Esolok 20mg (এ্যাসিডিটিতে)
1+0+1 = 7 দিন (খাবারের আগে)
Prescription by The Ibn Sina Pharmaceutical
🔺🔺🔺হোম কোয়ারেন্টাইন থাকুন অন্যকে বিপদমুক্ত রাখুন🔺🔺🔺
উপদেশঃ
- ঘরে অবস্থান করুন কমপক্ষে 14 দিন
- প্রচুর পানি পান করুন শাকসবজি ও ফলমূল খান
- মাস্ক ব্যবহার করুন
- সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন
- আই ই ডি সি আর নম্বর 0192 -7711784, 01927-711785, 01937-000011, 01937-110011
লক্ষণ দেখা দিলে বাড়িতে বিশ্রাম নিয়ে প্রচুর পানি পান করতে হবে এবং নিকটস্থ হাসপাতালের চিকিৎসকের পরামর্শ নিতে হবে
⧪⧪⧪সচেতন হই, সুস্থ থাকি⧪⧪⧪
পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে এই সংক্রামক ব্যাধি থেকে মুক্তির জন্য প্রার্থনা করুন
Post a Comment